১৬ কোটির জাত চেনালেন ‘ক্রিস মরিস’
কলকাতা টাইমসঃ
এই প্রথম আইপিএলে কোনো ক্রিকেটারকে সোয়া ১৬ কোটি টাকার বিনিময়ে দলে নিলো কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ১৪ বছরের ইতিহাসে তিনিই সব থেকে দামি ক্রিকেটার। এর আগে নিট ১৬ কোটি টাকা দাম উঠেছিল যুবরাজ সিংয়ের। এবার সেই অঙ্ককেই পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস।
১৬.২৫ কোটি টাকা দর ওঠার পর অনেকেই তাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মরিসকে যোগ্য দাবিদার বলেও দাবি করেছেন অনেকে। এই ১৪ তম আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস মরিসকে দলে নিয়েছে। স্বাভাবিক ভাবেই এই পারফর্মেন্সের পর আপাতত ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মুখে চওড়া হাসি। ক্রিস মরিস আইপিএল শুরুর আগেই নিজের জাত চেনালেন। সিএসএ টি-২০ চ্যালেঞ্জ-এ টাইটান্সের হয়ে নাইটদের বিরুদ্ধে মাত্র ৮ বলে ২১ রানের পাশাপাশি ১০ রানে ১ টি উইকেট তুলে নেন তিনি।