ভারতী ঘোষ সহ ৭ পুলিশ অফিসারের বাড়িতে সিআইডি তল্লাশি

নিজস্ব প্রতিবেদন :
ভারতী ঘোষের বাড়িতে সিআইডি হানা। প্রাক্তন আইপিএস তথা পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে কাল রাতভর তাঁর ফ্ল্যাটে চলে তল্লাসি অভিযান। সিআইডি সূত্রে খবর, হুমকি দিয়ে কয়েক কোটি টাকার সোনা ও টাকা আদায়ের অভিযোগ রয়েছে এই প্রাক্তন পুলিস অফিসারের বিরুদ্ধে। এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই তল্লাসি করা হয়। ভারতী ঘোষ ছাড়াও, তাঁর ঘনিষ্ঠ আরও ছ’জন অফিসারের বাড়িতেও হানা দেয় সিআইডি গোয়েন্দারা।