ভারতী ঘোষ সহ ৭ পুলিশ অফিসারের বাড়িতে সিআইডি তল্লাশি  – KolkataTimes
April 25, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতী ঘোষ সহ ৭ পুলিশ অফিসারের বাড়িতে সিআইডি তল্লাশি 

[kodex_post_like_buttons]

নিজস্ব প্রতিবেদন : 

ভারতী ঘোষের বাড়িতে সিআইডি হানা। প্রাক্তন আইপিএস তথা পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে কাল রাতভর তাঁর ফ্ল্যাটে চলে তল্লাসি অভিযান। সিআইডি সূত্রে খবর, হুমকি দিয়ে কয়েক কোটি টাকার সোনা ও টাকা আদায়ের অভিযোগ রয়েছে এই প্রাক্তন পুলিস অফিসারের বিরুদ্ধে। এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই তল্লাসি করা হয়। ভারতী ঘোষ ছাড়াও, তাঁর ঘনিষ্ঠ আরও ছ’জন অফিসারের বাড়িতেও হানা দেয় সিআইডি গোয়েন্দারা।

সিআইডির নজরে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ওসি প্রদীপ রথও। তাঁকে আটক করে জেরা করা হচ্ছে। গতকাল রাতে তাঁর বাড়িতেও তল্লাসি চালান গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, ওসি’র সরকারি কোয়ার্টার থেকেই উদ্ধার হয়েছে প্রচুর হিসেব বহির্ভূত টাকা ও সোনা। কিছুদিন আগে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, দাসপুরের ওসি থাকাকালীন নিয়মিতভাবে তাঁর কাছ থেকে তোলা নিতেন ওই পুলিস অফিসার। জেলার প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধৃত প্রদীপ রথ।

Related Posts

Leave a Reply