করোনা তাড়াতে ‘হাততালি’, মোক্ষম দাওয়াই মোদির
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রবিবার দেশব্যাপী “জনতা কার্ফু”র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের বিরুদ্ধে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য কার্ফুর দিন বিকেল পাঁচটায় হাততালি দিয়ে অভিনন্দন জানানোর কথা বলেন নমো। বিকেল ৫টায় পাঁচ মিনিট ধরে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর কথা বলেন তিনি।
অনেকেই হয়ত এই হাততালিকে মোদির নিজের প্রতি সমর্থন পাওয়ার উৎসব । কিন্তু জানেন কি এই হাততালি, উইশেল বা থালা পিটাতে বলার পেছনেও রয়েছে করোনা তাড়ানোরই মোক্ষম দাওয়াই। ভারতের আদি বিজ্ঞানই নয় আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে এইসব শব্দ কম্পনে রয়েছে ভাইরাস তাড়ানোর উপায়। এই কারণেই মন্দিরের ঘণ্টা বাজানোও বিজ্ঞানসম্মত উপায়।
তাই সব ভুলে নিজের স্বার্থে প্রাণ ভরে হাততালি দিন। যাতে সেই আওয়াজে কোরোনার মত মারণ ভাইরাসও শতকোটি দূরে পালায়।