November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পুজোয় অধিকার শুধু উঁচু জাতের বলতেই ইঁটবৃষ্টিতে ধুন্ধুমার ভোপাল   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হাশিবরাত্রির পুজো দিতে মন্দিরে প্রবেশ অধিকার নেই দলিতদের। এই ফরমান জারি হতেই তোলপাড় পরিস্থিতি মধ্যপ্রদেশে। দলিত ও উঁচু জাতের মধ্যে সংঘর্ষে শনিবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে খারগোন জেলা। প্রচন্ড ইটবৃষ্টিতে আহত অন্তত ১৪ জন।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে খারগোন জেলার ছাপড়া গ্রামের একটি মন্দিরে শিবরাত্রির পুজো দেওয়া থেকে ঘটনার সূত্রপাত। অভিযোগ, উঁচু জাতের কয়েকজন ব্যক্তি দলিত সম্প্রদায়ের লোকেদের ওই মন্দিরে পুজো দিতে বাধা দেন। তাঁরা সাফ জানিয়ে দেন, অন্য তিন সম্প্রদায়ের তৈরি ওই মন্দিরে দলিতরা পুজো দিতে পারবেন না। পুলিশ জানায়, প্রথমে উঁচু জাত ও দলিতদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। দু’পক্ষই একে অপরের দিকে ইট ছুঁড়তে থাকে। আর তাতেই আহত হন মোট ১৪ জন।

সিনিয়র পুলিশ আধিকারিক বিনোদ দীক্ষিত জানান, দুই তরফেই বহুক্ষণ ধরে ইট ছোঁড়াছুঁড়ি হয়। দুই পক্ষই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সংঘর্ষে মদত দেওয়ার জন্য আরও ২৫ জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Related Posts

Leave a Reply