বন্যার কারণে ৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো কোচি বিমানবন্দর
কলকাতা টাইমসঃ
বন্যার কারণে কেরালার কোচি বিমানবন্দরে শনিবার বিকেল পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে পেরিয়ার নদীর জল বৃদ্ধি পেয়ে এয়ারপোর্ট এলাকার কাছাকাছি চলে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কোচি এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে, ১৮ আগস্ট দুপুর ২ টো পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পেরিয়ার নদীর জল ক্রমাগত বেড়ে চলেছে। খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের সমস্ত ড্রেনেজ সিস্টেম। এদিকে, বৃষ্টির অতিরিক্ত জল দ্রুত বের করে দেওয়ার জন্য ইদকু জলাধারের দু’টি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।