একটি মাত্র করোনা পরীক্ষার কিটে ৭০০ জনের নমুনা সংগ্রহ !
কলকাতা টাইমসঃ
একটি মাত্র আরটিপিসিআর টেস্টিং কিট দিয়ে ৭০০ জনের নমুনা সংগ্রহ! একই মোবাইল নম্বরের মাধ্যমে দেখানো হয়েছে কম করে ৫০ জনের করোনা টেস্টের রেজিস্ট্রেশন করা হয়েছে! শুধু তাই নয়, সাস্থকর্মী হিসেবে দেখানো ২০০ জনের মধ্যে অধিকাংশই হয় ডাটা এন্ট্রি অপারেটর নয়তো পড়ুয়া। এমনই সব নিজিরবিহীন তথ্য উঠে আসছে কুম্ভমেলার করোনা পরীক্ষাকে ঘিরে। নিজেদের টার্গেট পূরণ করতে লক্ষাধিক ভুয়ো করোনা টেস্টের রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠলো উত্তরাখণ্ডের এক বেসরকারি ল্যাবের বিরুদ্ধে।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সুপার স্পেডার হিসেবে দায়ী করা হয় এবারের কুম্ভমেলাকে। ব্যাপক সমালোচনার মুখে তদন্ত শুরু করে উত্তরাখন্ড সরকার। সেই তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে আসে ভয়ঙ্কর এই সব তথ্য। জানা যাচ্ছে, মূলত দ্রুত করোনা পরীক্ষার সংখ্যার লক্ষপূরণ করতে গিয়ে ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।