টয়লেট পরিষ্কারের পদ্ধতি শিখতে তৈরী হলো কলেজ !
কলকাতা টাইমসঃ
সাফাই কর্মীদের আরও আধুনিক করে গড়ে তুলতে উত্তরাখণ্ডের হৃষিকেশে তৈরি হল জাতীয় শৌচালয় মহাবিদ্যালয়। স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবেই চালু করা হয়েছে এই কলেজ।প্রাথমিক পর্যায়ে এখানে ৩০০০ জন মহিলাকে ট্রেনিংদেওয়ার ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এখানকার প্রশিক্ষণ।
এই সরকারি প্রয়াসের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে হারপিক। এখানে শেখানো হচ্ছে বাথরুম পরিষ্কারের নতুন এবং আধুনিক পদ্ধতি। কীভাবে নিজেকে সুরক্ষিত রেখে চারপাশ পরিষ্কার রাখা যায় তারই হাতে কলমে পথ দেওয়া হচ্ছে এই শিক্ষাঙ্গনে। এখানে প্রশিক্ষণ নেওয়ার পর টাটা মোটরস, হারপিক, হিরো, হোটেল ম্যারিয়ট-সহ প্রতিষ্ঠিত নানান জায়গায় কাজ পেয়েছেন শিক্ষার্থীরা।