ধূসরে শূন্যতা তো বেগুনিতে দৃঢ়তা, বাকিগুলি কি বলে…
কলকাতা টাইমস :
একেক মানুষের একেক রঙের পোশাক পছন্দ। বিষয়টি নির্ভর করে বয়স, মানসিকতা, রুচি, সময় ও পরিস্থিতির ওপর। পছন্দ যাই হোক না কেন কোন রঙের পোশাক আপনাকে ভালো মানায় এটি বুঝতে পারা কম কথা নয়। ফ্যাশন সচেতন মানুষ এ বিষয়ে নজর দেন। কিছু রং আছে যেগুলো আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি বাড়িয়ে দিয়ে ব্যক্তিত্ববান করে তুলবে। কিছু রং আছে একেবারেই ব্যতিক্রমী কিন্তু চাইলেই আপনি সেই রঙের পোশাক পরতে পারবেন না। কিছু আছে দেখবেন আপনার মন ভালো করে দেবে। চুলন জেনে নেই কোন রঙের কী মহিমা।
কালো: এই রঙের পোশাক শক্তি বা অন্য কোনো কিছুর সর্বোচ্চ মাত্রা প্রকাশ করে। তাই গরম নয়, বিশেষ করে শীতের সময় কালো পোশাক বেছে নিন।
ধুসর: এই রঙের পোশাক বেশিরভাগ ক্ষেত্রেই এক ধরনের শূন্যতা, হতাশা ও নিরানন্দ ভাব প্রকাশ করে। তবে কেউ কেউ এই রঙের পোশাকেও খুব ভালোভাবে উতরে যান।
সোনালী: এই রঙের পোশাক আপনার অভ্যন্তরীণ শক্তি, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও পারফেকশন প্রকাশ করে।
রুপালি: এই রঙের পোশাক মনের আবেগ নিয়ন্ত্রণ করে ও নেতিবাচক চিন্তা কমিয়ে দেয়, এমনকি দূরও করে।
তামাটে: এই রঙের পোশাক ব্যক্তিগত ও পেশাদার জীবনে ভালোবাসা ও সুখানুভূতির প্রতীক।
লাল: এই রং শক্তি, উষ্ণতা ও সুস্বাস্থ্য বাড়ায়। এছাড়া সাহস, ইচ্ছে শক্তি, গতি বাড়ায় বলে হলিউড ও বলিউড স্টাররা এই রং পছন্দ করেন।
কমলা: এই রং নতুন সম্ভাবনা, সৃজনশীলতা, উদ্যম বাড়ায় বলেই ধরে নেয়া হয়। তাই এ রঙের পোশাক আপনার পছন্দের তালিকায় রাখুন।
হলুদ: এই রং মানসিক অনুপ্রেরণা বাড়ায় ও পেশী সবল রাখতে সহায়তা করে বলে পুরনো বিশ্বাস প্রচলিত আছে।
সবুজ: এই রং দেহ ও মনে প্রশান্তি এনে দেয়। মন ও দেহের সতেজ ভাব বজায় রাখে।
নীল: বেশীরভাগ মানুষই এই রং পছন্দ করেন। নীল রংয়ের পোশাক পরলে শরীর, মন শীতল থাকে।
ইন্ডিগো: এই রং নীল ও লালের মিশ্রণে তৈরি হয়। মনে প্রশান্তি ও উচ্ছ্বাস এনে দেয়।
বেগুনি: কালার অফ ট্রান্সফরমেশন বলা হয় একে। মানসিক বিষাদ ও আবেগ দূর করে। আধ্যাত্মিক শক্তি বাড়িয়ে দেয় এই রঙের পোশাক।
সাদা: সব রং যার সাথে মিশে যায়, তা হলো সাদা। এই রঙের পোশাক পারফেকশন, ভারসাম্য ও প্রশান্তি তৈরি করে।
ম্যাজেন্টা: এই রং ম্যাগনেটিজম তৈরি করে। সাফল্য পেতে অতিরিক্ত শক্তির আভাস দেয়।
গোলাপি: এই রং যৌবনের প্রতীক। আপনার মনের অনুভূতির সাথে সঠিকভাবে মানিয়ে যাবে এই রং।
টারকুইজ: সবুজাভ নীল রঙের পোশাক ইনটুইশন ও সেনসিটিভিটি বাড়িয়ে দেয়। সব ধরনের স্ট্রেস দূর হয় এ রঙের পোশাক পরলে।
ব্রাউন: এই রঙের পোশাক আপনাকে দৃঢ়তা এনে দেবে। ন্যাচারাল ও সাধারণ হিসেবেও তুলে ধরবে।