November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

সুন্দরী পাহাড়ের মাথায় রাঙা টিপ্ আরিটার 

[kodex_post_like_buttons]
ট্রাভেল ডেস্ক :
পাহাড়ের ওপর একটা বড় লেক থাকলে জায়গাটা আরও আকর্ষনীয় হয়ে ওঠে | পূর্ব সিকিমের ছোট্ট এই গ্রামে টুরিস্ট ভিড় করতে শুরু করেছে সবেমাত্র কয়েক বছর হলো, বলতে গেলে কৃত্রিমভাবে বানানো ওই লেকটার টানেই | ইদানিং আবার সিল্ক রুট যাবার হিড়িক বেড়েছে ফলে সারা বছরই এদিকটা সরগরম থাকে | এন জে পি স্টেশন থেকে গ্যাংটকের শেয়ার জিপে করে রংপো অব্দি | রংপো থেকে আরিটার মাত্র এক ঘন্টার রাস্তা এবং পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে খাড়াই উঠেছে |
আরিটারের মূল বাজার অঞ্চলটা আরো ওপরে যেখান থেকে দুটো রাস্তার একটা গেছে স্থানীয় একটা গুম্ফার দিকে অন্যটা শেষ হয়েছে লেক অবধি গিয়ে, যার নাম লামপোখরি |
আরিটার গুম্ফা নামে পরিচিত এই মঠ সংলগ্ন জায়গাটি একেবারে হালে গজিয়েছে।  লেকের একটা কোণা দিয়ে পাহাড়ে চড়ার রাস্তা, যেতে যেতে চারপাশটা দারুণ দেখতে লাগে | পাহাড়টার নাম ‘মাঞ্চকিম’, ছড়িয়ে ছিটিয়ে অনেক ঘরবাড়ি রয়েছে সেই সঙ্গে নানারকমের ফুলের বাগান |  

Related Posts

Leave a Reply