অভিযোগ: করোনার ভুয়ো তথ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চীনকে সাহায্য করে ফেসবুক !
কলকাতা টাইমসঃ
করোনা সম্পর্কে বিশ্বজুড়ে ভুয়ো তথ্য ছড়িয়ে দিতে চীনকে যথাসাধ্য সাহায্য করেছে ফেসবুক। অভিযোগ, অন্তত কয়েক হাজার ‘ফেক আইডি’ ব্যবহারের মাধ্যমে খুব সুচতুর ভাবে এই কাজ করেছে চীন। সম্প্রতি এই গুরুতর অভিযোগটি সামনে এনেছে ব্রিটেন। শুধু তাই নয়, তাদের কাছে অভিযোগের সত্যতা প্রমান হওয়ার পর চীনের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতেও পিছপা হননি ব্রিটিশ প্রশাসন।
খবর প্রকাশ্যে আসতেই, চীনের রাষ্ট্রীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় ইংল্যান্ড। চীনের সরকারি টিভি চ্যানেল সিজিটিএন-এর লাইসেন্স বাতিল করার পর ফেসবুক কতৃপক্ষকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, চীনের সর্বাধিক ফলোয়ার যুক্ত বিভিন্ন পেজ থেকে বুস্ট আপের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হতো এই খবরগুলো। ব্রিটিশ সাংসদ টম টুগডেনহাট জানান, চীনকে প্রোপাগাণ্ডা চালাতে দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ সহায়তা করেছে ফেসবুক কতৃপক্ষ।