ভারতে হিংসা ছড়ানোর অভিযোগ, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ফেসবুকের

কলকাতা টাইমসঃ
ভারতে হিংসা ছড়ানোর অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ফেসবুক। বন্ধ করে দেওয়া হল সেদেশের শতাধিক অ্যাকাউন্ট। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম মিলিয়ে মোট ১০৩টি পেজ এবং গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলি পাকিস্তান আর্মির নাম করে চালানো হতো।
বড় বিষয় হচ্ছে, পাকিস্তান আর্মির নামে এই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলো থেকে হিংসা ছড়ানো হচ্ছিল কাশ্মীরের মাটিতেও। বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে তৈরি করা হয়েছিল বিভিন্ন গ্রুপ। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাকিস্তান সেনাবাহিনীর নাম করে ভারতে হিংসা ছাড়ানোর চেষ্টা করা হলেও পাকিস্তানি সেনা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছিল না।