আশংকা: ‘ইরাক’ কি আদতে মার্কিন অঙ্গরাজ্য !
কলকাতা টাইমসঃ
সাদ্দাম হোসেনের মৃত্যুর পর ইরাক আদৌ কি স্বাধীন রাষ্ট্র রয়েছে? নাকি মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হয়েছে? এবার এমনই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে মার্কিন আচরণে। ইরাকের রাজধানী বাগদাদে বসেই, খোদ নিজেদের দূতাবাসে বসেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে আমেরিকা!
শহররের বুকে এই ধরণের কর্মকান্ড নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে সংশ্লিষ্ঠ এলাকায়। ইরাকি সংবাদ সংস্থা সূত্রে খবর,মার্কিন সেনাবাহিনী তাদের দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহেও একই ধরণের একটি পরীক্ষা চালানো হয়েছে বলে খবর। তবে এই ধরণের কাজের জন্য ইরাক সরকারের অনুমতি নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।