রাজীবের হত্যাকারীদের মুক্তি, মানা যায় না সমালোচনায় কংগ্রেস
রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় আসামিকে শুক্রবার মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালতের এই আদেশকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ভুল বলে অভিহিত করেছে কংগ্রেস । তারা বলেছে, শীর্ষ আদালত এই বিষয়ে ভারতের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ করেনি।
প্রসঙ্গত, রাজীবের হত্যাকারীদের অনেক আগেই ক্ষমা করে দিয়ে আগাম মুক্তি দেওয়ার কথা বলেছিলেন তাঁর স্ত্রী সনিয়া এবং দুই সন্তান রাহুল ও প্রিয়ঙ্কা। তবে সেটি ছিল একান্তই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু দল হিসাবে কংগ্রেস মনে করে, রাজীবের হত্যাকারীদের জেলেই আটকে রাখা দরকার ছিল।