January 21, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আইপিএলের আম্পিয়ারিং নিয়ে বিতর্ক তুঙ্গে

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিতর্কের মুখে পড়েছে আইপিএলের আম্পায়ারিং। ঠিকঠাক বলকেও ‘নো’ বল দিয়ে বসলেন আম্পায়ার। রিপ্লেতে ভুল ধরা পড়লেও পাল্টালো না চিত্র।

এমনটাই ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যার ইডেনে কেকেআর বনাম মুম্বাই’র ম্যাচে৷ মুম্বাইয়ের ইনিংসের ১৬তম ওভারে বল করেছিলেন নাইটদের ব্রিটিশ পেসার টম কারেন। ওভারের পঞ্চম বলটি ‘নো’ হয়েছে বলে ইশারা করেন আম্পায়ার। যুক্তি বল করার সময় বোলিং এন্ডের ক্রিজের বাইরে পা ফেলেছেন কারেন।

রিপ্লেতে অবশ্য ধরা পড়ে অন্য চিত্র। বল ছোঁড়ার সময় কারেনের পায়ের অর্ধেকের বেশি অংশ ছিল ক্রিজের ভিতরে। অর্থাৎ নিয়ম অনুয়ায়ী কোনওভাবেই সেটিকে নো বল বলা চলে না। রিপ্লে দেখে ফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন নাইট অধিনায়ক দীনেশ। তার পরেও কারেনের সেই ডেলিভারিটি নো বল হিসেবেই গণ্য করা হয়। বদলে ফ্রি হিট উপহার পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলে আম্পায়ারিংয়ের এমন মান দেখে বিরক্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ীপ্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। টুইট করে এমন নিন্মমানের আম্পায়িং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আইপিএলের ধারাভাষ্যকার ক্লার্ক।

 

Related Posts

Leave a Reply