ফাস্ট ফুড নির্মাতা ম্যাকডোনাল্ডসের ‘হালাল মাংস’ টুইট ঘিরে বিতর্ক
কলকাতা টাইমসঃ
বিখ্যাত ফাস্ট ফুড নির্মাতা ‘ম্যাকডোনাল্ডস’কে বর্জন করার ডাক দিলো ভারতের হিন্দুবাদী কিছু সংগঠন। এই সংস্থার একটি টুইটকে ঘিরে বিতর্কের সূত্রপাত। সম্প্রতি জনৈক এক ব্যক্তির টুইটের জবাবে ম্যাকডোনাল্ডস জানায়, ‘আমাদের সকল রেস্তোঁরায় হালাল খাবার সরবরাহ করা হয়। আপনি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট রেস্তোরাঁর ম্যানেজারদের কাছ থেকে জেনে নিতে পারেন।’
এরপরই ক্ষোভে ফেটে পরে হিন্দু সংগঠনগুলি। তাদের প্রশ্ন, ম্যাকডোনাল্ডস ভারতে কেন হালাল মাংস পরিবেশন করবে, যেখানে ৮০ শতাংশ মানুষই হিন্দু। তাদের দাবি এক বিশেষ সম্প্রদায়কে খুশি করতেই ম্যাকডোনাল্ড এই ধরণের বক্তব্য রেখেছে। যদিও ম্যাকডোনাল্ডের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।