April 12, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

রান্নার আগুনে চোখের জল, ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
লপিজি গ্যাস সিলিন্ডারের দাম আগামী মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বাড়ছে। এক সাংবাদিক সম্মেলনে  কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার জানালেন,  ১৪.২ কেজির গৃহস্থদের জন্য ব্যবহৃত সিলিন্ডারে দাম হচ্ছে ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হচ্ছে। উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসের দাম পড়বে ৫৫৩ টাকা এবং উজ্জ্বলা বহির্ভূত রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম হচ্ছে ৮৫৩ টাকা।শহর অনুযায়ী রান্নার গ্যাসের বর্তমান ও নতুন দাম এই রকম। নয়াদিল্লি ৮৫৩ (পুরনো দাম ৮০৩), মুম্বই ৮৫২.৫০ (৮০২.৫০), গুরুগ্রাম ৮৬১.৫০ (৮১১.৫০), বেঙ্গালুরু ৮৫৫.৫০ (৮০৫.৫০), চণ্ডীগড় ৮৬২.৫০ (৮১২.৫০), জয়পুর ৮৫৬.৫০ (৮০৬.৫০), পাটনা ৯৪২.৫০ (৮৯২.৫০), কলকাতা ৮৭৯.০০ (৮২৯.০০), চেন্নাই ৮৬৮.৫০ (৮১৮.৫০), নয়ডা ৮৫০.৫০ (৮০০.৫০), ভুবনেশ্বর ৮৭৯.০০ (৮২৯.০০), হায়দরাবাদ ৯০৫.০০ (৮৫৫.০০), লখনউ ৮৯০.৫০ (৮৪০.৫০), ত্রিবান্দ্রম ৮৬২.০০ (৮১২.০০) ও গাজিয়াবাদ ৮৫০.৫০ (৮০০.৫০) টাকা।

Related Posts

Leave a Reply