শাহের ইশারাতেই রাহুলকে জিজ্ঞাসাবাদ, দাবি কংগ্রেসের
কলকাতা টাইমস :
রবিবার সকালেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির বাড়িতে চড়াও দিল্লি পুলিশের বিশাল বাহিনী। যদিও পুলিশের দাবি, রাহুলের মন্তব্যের জেরে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে যায় পুলিশ। অন্যদিকে কংগ্রেস এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছে।
শুক্রবারই এই ব্যাপারে কংগ্রেস নেতাকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। রবিবার সকাল থেকেই রাহুলের বাড়ির সামনে কংগ্রেস সমর্থকদের ভিড় দেখা গিয়েছিল।
খবর অনুযায়ী, ভারত জোড়ো যাত্রা শেষে কংগ্রেস নেতার এক মন্তব্যের জন্যই দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করতে রাহুলের বাড়ি গিয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। শুক্রবারের নোটিশে সেটাই উল্লেখ করেছিল দিল্লি পুলিশ।
শ্রীনগরে পৌঁছে কংগ্রেস নেতা দাবি করেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। একটি মেয়ে এসে তাঁকে জানিয়েছিল যে সে নাকি ধর্ষণের শিকার হয়েছে। রাহুল তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু মেয়েটি তাকে জানায় পুলিশের কাছে গেলে সমাজে বদনাম হবে।
জানা যাচ্ছে, সেই মেয়েটির সম্পর্কে জানতেই দিল্লি পুলিশ রাহুলের বাড়িতে গেছে। যদিও কংগ্রেস এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে কটাক্ষ করেছে। দিল্লি পুলিশ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইশারাতেই দিল্লি পুলিশের অভিযান।