Editor Choice Bengali KT Popular বিনোদন

প্রিয়া প্রকাশের ‘কপি পেস্ট’ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চোখের ইশারায় মাৎ করেছিলেন আপামর পুরুষ কুলকে। দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এবার ‘কপি পেস্টের’ দৌলতে নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে। একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা প্রিয়া এবার খ্যাতির বিড়ম্বনার শিকার।

একটি সুগন্ধি পণ্যের প্রচারের জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন প্রিয়া। ওই ব্র্যান্ডের তরফে পাঠানো কন্টেন্ট হুবহু পোর্স্ট করে দেন তিনি। সেখানে তার ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য টেক্সট কনটেন্ট।’ এই অংশটা শুধু প্রিয়ার জন্যই ছিলো।

ব্যাপারটি ভালোভাবে নেয়নি নেটিজেনরা। সমালোচনার পর নিজের ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিট করে দেন প্রিয়া। অসংখ্য অনুরাগী বিদ্রূপ করেন তাকে। একজন লিখেছেন, ‘ট্রলের শিকার হওয়ার সৃজনশীল উপায়।’ আরেকজন লিখেছেন, ‘পোস্ট আগে পড়।’

 

Related Posts

Leave a Reply