হাই রাইজ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে চিনে ব্যবহার করা হচ্ছে ‘কপি পেস্ট’ প্রযুক্তি!  – KolkataTimes
May 29, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

হাই রাইজ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে চিনে ব্যবহার করা হচ্ছে ‘কপি পেস্ট’ প্রযুক্তি! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্তমানে বিশ্বে অট্টালিকা বা উঁচু বাড়ি নির্মাণের ক্ষেত্রে চীনে ব্যবহার করা হয় ‘হাইব্রিড’ প্রযুক্তি। যা ‘কপি-পেস্ট’ স্থাপত্য হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে। কারণ, এই প্রযুক্তি অনেকটা কম্পিউটারে কপি-পেস্টের মতোই!

চীনের এই প্রযুক্তিতে অট্টালিকার কিছু অংশ যেমন হাতে করা হয়, আবার কিছু অংশ বিশাল আকারের রোবটিক হাত দিয়ে করা হয়। কম্পিউটারে ডিজাইন করার পর এটি কপি করে সফটওয়্যারের নির্দিষ্ট ফোল্ডারে পেস্ট করে দিলেই বিশাল বিশাল দুটি রোবটিক হাত ভবনটি নির্মাণের কাজ শুরু করে দেয়।

ছবিতে ইংরেজি ৮ এর আদলের যে বিশাল ভবনটি দেখা যাচ্ছে সেটি এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৫২ দিনে নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা দাবি করছেন, অন্তত ২ বছর সময় লেগে যেত যদি প্রচলিত পদ্ধতিতে এটি তৈরী করা হতো।

 

Related Posts

Leave a Reply