করোনা: বিশ্বে মৃত ১১ লক্ষ । বায়ুদূষণ: ভারতে ১ বছরে মৃত ১৬ লক্ষ !
কলকাতা টাইমসঃ
কোথায় করোনা? গত এক বছরে অর্থাৎ কেবলমাত্র ২০১৯ সালেই ভারতে প্রায় ১৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বায়ুদূষণের কারণে। চাঞ্চল্যকর এই দাবি উঠে এলো এক সমীক্ষার রিপোর্টে। প্রসঙ্গত প্রায় ১১ মাস যাবৎ বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। এযাবৎ এই অতিমারীর কবলে পরে প্রাণ হারিয়েছেন ১১ লক্ষের কিছু বেশি মানুষ। কেবল বাড়তে গত ৭ মাসে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৫ হাজার মানুষের। দেখা যাচ্ছে বায়ুদূষণের ফলে মৃত্যুর সংখ্যা অতিমারীর মৃত্যুকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে অনেক আগেই।
‘স্টেট অব গ্লোবাল এয়ার’ নামক এক সমীক্ষার রিপোর্ট বলছে, বায়ুদূষণই এই এই মৃত্যুর একমাত্র কারণ। দেখা গেছে, গত ১০ বছরে বাতাসে বিষের পরিমান ভয়ংকর রকম বেড়েছে। সমীক্ষা বলছে, এই ১৬ লক্ষ মানুষের মধ্যে প্রায় ৬০ শতাংশের মৃত্যু হয়েছে সিওপিডির কারণে। বাকিদের ফুসফুস সংক্রান্ত অন্য রোগ কিংবা হার্টের অসুখের কারণে। প্রতিটির সঙ্গেই বায়ুদূষণের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, শুধুমাত্র বায়ুদূষণের কারণেই গত বছর কম করে ১ লক্ষ ১৬ হাজার নবজাতকের মৃত্যু হয়েছে! শিশুদের ক্ষেত্রেও একই রকম প্রাণঘাতী এই দূষণ।