করোনা আবহে, এক বিধায়কের ছেলের বিয়েতে হাজির প্রায় ৩ হাজার অতিথি !
কলকাতা টাইমসঃ
করোনার বিধি নিষেধের মধ্যেই এক বিধায়কের ছেলের বিয়েতে হাজির প্রায় ৩ হাজার অতিথি। মানা হলোনা কোনো রকম করোনা বিধি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার বিরুদ্ধে। কেনো বিধায়কের বিরুদ্ধে মামলা নয়? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা যাচ্ছে, গত রবিবার নিজের দুই ছেলের বিয়ের আয়োজন করেছিলেন মহারাষ্ট্রের নির্দল বিধায়ক রাজেন্দ্র রাউত। সেখানেই আড়াই থেকে তিন হাজার মানুষের উপস্থিত থাকার অভিযোগ উঠেছে। যদিও এই ধরণের অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষের উপস্থিত হওয়ার কথা নয়। মহারাষ্ট্রের শোলাপুরের বর্শি টাউনে আয়োজন করা হয়েছিল এই বিবাহ অনুষ্ঠানের। বিয়েতে হাজির ছিলেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল সহ তাবড় নেতারাও।