করোনায় উজাড় ব্রাজিল: একদিনে আক্রান্ত ২৬ হাজার
কলকাতা টাইমসঃ
করোনায় উজাড় হয়ে চলেছে ব্রাজিল। করোনায় আক্রান্ত মানুষের সংখ্যার নিরিখে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে আফ্রিকার এই দেশটি। ক্রমশ ব্রাজিলের আদিবাসী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাসের আক্রমণ। এদিকে কোনোরকম সোশ্যাল ডিস্টেন্সিঙের তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে উঠছেন সেদেশের প্রেসিডেন্ট। দেশের স্বাস্থমন্ত্রীর তরফে করা নিয়ম কানুনের সুপারিশ করায় একের পর এক মন্ত্রী বদল করে চলেছেন তিনি।
যার ফল স্বরূপ ব্রাজিলে করোনায় প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মাত্র একদিনেই সেদেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। যা বিশ্বের যে কোনো দেশে একদিনে আক্রান্তের সংখ্যায় শীর্ষ স্থানে উঠে এলো। মৃত প্রায় এক হাজার। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় জায়গা সংকুলান হচ্ছে না গণকবরের।