করোনা ডোন্ট কেয়ার: পরমাণু মহড়ায় চীন !
কলকাতা টাইমসঃ
করোনার জন্মদাতা হিসেবে বিশ্বজুড়ে অভিযোগের আঙ্গুল উঠছে চীন প্রশাসনের দিকে। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে এই মহামারীই হয়ে উঠেছে চীনের বর্তমান বাণিজ্যের ভরকেন্দ্র। এরই মাঝে এবার গোপনে স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভভিযোগ উঠলো চীনের দিকে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনটাই অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ চীনের লুপ নুর পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে থেকে এই পরীক্ষা চালানো হয়েছে। তবে বেজিং এই পারমাণবিক পরীক্ষার কথা অস্বীকার করেছে। বিশেষজ্ঞদের ধারণা এই কর্মকান্ড ওয়াশিংটন-বেইজিং এর সম্পর্ককে আরও জটিল করে তুলবে। গত বছর মে মাসে রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।