নাচ, গান, মোদিরায়, করোনা বিদায় উৎযাপন !
কলকাতা টাইমসঃ
নাচ, গান এবং মদিরার ফোয়ারায় জমজমাট এক পার্টি। উপলক্ষ, করোনা বিদায়। চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বড়ো শহর প্রাগ। সেখানকার ভলটাভা নদীর ওপর দেড়শ’ বছরের পুরনো সেতু। নাম চার্লস ব্রিজ। সেই ব্রিজের ওপরেই বসেছিল ‘করোনা বিদায়ের উৎযাপন’!
দীর্ঘদিন পর সম্প্রতি লকডাউন উঠিয়ে নেওয়া হয় এই শহরে। যদিও শহরটিকে এখনো করোনা মুক্ত ঘোষণা করেনি সেদেশের প্রশাসন। পার্টিতে যোগদেওয়া ব্যক্তিদের বক্তব্য, ‘আমরা করোনার মৃত্যু সেলিব্রেট করতে এসেছি।’পার্টিতে যোগ দিয়েছিলেন শহরের প্রায় হাজার খানেক বাসিন্দা। কোনো রকম সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করেই উদ্যাম আনন্দে মাতেন তারা। মৃত্যু শূন্য এই শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ২,৩৬৩ জন। সুস্থ হয়েছেন ১৫০৮ জন।