January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনামুক্ত ১০ হাজার, তবু ভারতে ভাঙল সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁই-ছুঁই। মাত্র একদিনের ব্যবধানে আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৮০ জন।

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩ জন।

এছাড়া, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৬৮২ জন। ফলে দেশটিতে করোনামুক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৩ জন। এখনও চিকিৎসাধীন ২৮ হাজার ৪৬ জন।

গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন সাতশোরও বেশি ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছেএছাড়া, বিভিন্ন রাজ্যের পাঠানো পরিসংখ্যানও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতে গত ২৫ মার্চ থেকে চলছে অবরুদ্ধ পরিস্থিতি। আগামীকাল থেকে সেখানে আবারও দুই সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে। তবে এদিন থেকে কড়াকড়ি কিছুটা শিথিল করা হবে।

Related Posts

Leave a Reply