করোনা আক্রান্ত তরুণীকে অ্যাম্বুলেন্সেই ধর্ষণ !
কলকাতা টাইমসঃ
করোনা আক্রান্ত তরুণীকে অ্যাম্বুলেন্সেই ধর্ষণ। ধর্ষক, খোদ অ্যাম্বুলেন্স চালক! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেরালায়। ২৫ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়েছে সেখানকার রাজ্য প্রশাসনে। ঘটনা নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন কেরালার স্বাস্থমন্ত্রী। বিভাগীয় মন্ত্রী কে কে শৈলজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা যাচ্ছে, একটি অ্যাম্বুলেন্সে দু’জন রোগীকে দু’টি আলাদা হাসপাতালের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স চালক। প্রথমে এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার পর ওই তরণীকে নিয়ে হাসপাতালের পরিবর্তে একটি ফাঁকা মাঠে অ্যাম্বুলেন্স নিয়ে উপস্থিত হয় চালক। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।ওই যুবকের বিরুদ্ধে এর আগে খুনের অভিযোগও উঠেছে বলে জানতে পেরেছে পুলিশ।