পৃথিবীর নতুন আলো দেখলো করোনা, লকডাউন
কলকাতা টাইমস :
করোনাভাইরাস মোকাবিলায় গত ২২ মার্চ থেকে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ক্রমেই দেশে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতেই পৃথিবীর নতুন আলো দেখলো করোনা ও লকডাউন। ভাবছেন ভাইরাস বা সামাজিক বন্ধ আবার নতুন আলো দেখলো কথার মানে কি ? আসলে এই সংকটের সময় উত্তর প্রদেশে জন্ম নিল ফুটফুটে এক শিশুপুত্র। বাবা মা তার নাম রাখল ‘লকডাউন’। এর আগে গোরক্ষপুরে জন্ম নেওয়া এক শিশু কন্যার নাম রাখা হয় ‘করোনা’।
গত সোমবার (৩০ মার্চ) উত্তরপ্রদেশে দেওরিয়ার খুখুন্দু গ্রামে জন্ম হয় শিশুটির। পরিবারের সদস্যরা জানান, করোনাভাইরাস মোকাবিলায় গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন সঙ্কটময় মুহুর্তে এই সিদ্ধান্ত খুবই জরুরি বলে মনে করছেন তারা। তাই প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে সম্মান জানাতেই নবজাতকের নাম ‘লকডাউন’ রেখেছেন বলে জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা।
আবার গোরক্ষপুরে জন্ম নেওয়া একটি শিশু কন্যার নাম রাখা হয় ‘করোনা’। যদিও এমন নামে অনেকেই তীব্র আপত্তি জানিয়েছেন।
শিশু কন্যার পিতা নীতেশ জানান, এটি বিশ্বের অনেক লোকের প্রাণ নিয়েছে ঠিকই কিন্তু এটি আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাসও ফিরিয়ে দিয়েছে। তাই এটি একটি লড়াইয়ের নাম।