করোনা আতংকে মুরগির মাংস ৭০/৮০: এবার দোসর ‘বার্ড ফ্লু’ !
কলকাতা টাইমসঃ
করোনা আতংকে দেশের বিভিন্ন জায়গায় মুরগির মাংসের দাম তলানিতে এসে ঠেকেছে। খরচ না ওঠায় বিভিন্ন জায়গায় পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। এরই মাঝে এবার মাথাচাড়া দিল বার্ড ফ্লু। ওডিশার পরে এবার কেরালা থেকে বার্ড ফ্লু হানার খবর পাওয়া গেলো।
জানা গেছে, কোঝিকোড পৌরসভার অন্তর্গত দু’টি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। ওই এলাকার সমস্ত মুরগি এবং হাঁস মেরে ফেলার নির্দেশ জারি করেছে প্রশাসন। পাশাপাশি বার্ড ফ্লু যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে না পরে সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন বিভাগীয় মত্রী। এদিকে, বার্ড ফ্লুর সংক্রমণকে ‘স্বাভাবিক ঘটনা’ বলে মন্তব্য করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী শৈলজা।