ফুটবলে করোনা আতংক: মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে করোনা অতিমারীর কারণে স্থবির গোটা বিশ্ব। বন্ধ রয়েছে আন্তর্জাতিক সব ধরনের খেলাধুলা। কিছু কিছু দেশ চেষ্টা চালাচ্ছে তাদের ঘরোয়া ফুটবল লীগ চালু করার।বিশেষজ্ঞদের দাবি, করোনা হয়তো পাল্টে দিতে চলেছে খেলাধুলোর কিছু নিয়ম কানুন। যা চিরস্থায়ী হয়ে রয়ে যেতে পারে ক্রীড়া জগতে।
করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের ক্ষেত্রে থুতু দিয়ে বল পালিশ করার প্রচলন চিরতরে উঠে যেতে পারে। এবার মাঠে থুতু ফেললেও হলুদ কার্ড দেখানোর কথা ভাবছে ফুটবলমহল। অন্তত, স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই মরসুম থেকেই এই ধরণের নিয়ম চালু করতে চলেছে।
লা লিগায় নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি পয়েন্ট টেবিল অনুযায়ী নির্ধারণ করা হবে। স্প্যানিশ ফুটবল লিগের ম্যাচ চলাকালীন সর্বোচ্চ পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে, আগে যেখানে চারজন পরিবর্তন করা যেত। ফুটবলাররা মাঠে থুতু ফেললে রেফারি হলুদ কার্ড দেখাতে পারবেন।