করোনা আতঙ্ক : কাশির আওয়াজেই শেষ সুস্থ্ যুবক
কলকাতা টাইমস :
করোনাভাইরাস যত না শরীরে বাসা বেঁধেছে তার থেকে অনেক বেশি থাবা বসিয়েছে মানুষের মনে। আর তারই প্রমান পাওয়া গেল মুম্বাইয়ের কল্যানে। যেখানে শুধু কাশির আওয়াজেই প্রাণ গেল এক সুস্থ্য সবল যুবকের।
জানা গেছে, লকডাউনের জেরে গৃহবন্দি অবস্থায়ই জীবন কাটাচ্ছিলেন কল্যাণের বাসিন্দা ৩৪ বছরের যুবক গণেশ গুপ্তা। বাড়ির কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে রাস্তায় বেরিয়েছিলেন তিনি। রাস্তা দিয়ে স্থানীয় দোকানে যাওয়ার সময় কিছুটা দূরে কয়েকজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন ভয়ে প্রধান রাস্তার বদলে অন্য একটি গলি দিয়ে ওই দোকানে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু, সেখানে যে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে, তা আগে থেকে বুঝতে পারেননি ওই যুবক।
ওই গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ কাশতে শুরু করেন তিনি। এই নিয়ে পথচলতি কয়েকজনের সঙ্গে তর্ক হয় তার। এর মাঝেই আচমকা তার উপর চড়াও হয়ে মারধর শুরু করে একদল মানুষ। কিছুক্ষণ এইভাবে চলার পর রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে যান গণেশ। আর তারপরই মৃত্যু হয় তার।
খবর পেয়ে স্থানীয় খাদাকপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে
জানিয়ে রাখি করোনার জেরে ভয়াবহ অবস্থা হয়েছে গোটা বিশ্বের। শুক্রবার দুপুর সোয়া ২টা পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ১৫২ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৩২ হাজার ৭৩০ জনেরও বেশি।