করোনা রোগীর দেড় কোটি টাকার বিল ছেড়ে দিলো হাসপাতাল !

কলকাতা টাইমসঃ
করোনা চিকিৎসার জন্য সাধারণত সিমটোমেটিক ট্রিটমেন্টের ওপরেই ভরসা রাখেন চিকিৎসকরা। কিছুক্ষেত্রে জটিলতা বাড়লে প্রয়োজন হয় ভেন্টিলেটরের। কিন্তু, কত হতে পারে এই চিকিৎসার খরচ? উত্তর আপনার কল্পনারও ধরা ছোয়ার বাইরে। সুস্থ হয়ে ওঠার পর বিল দেখে মূর্ছা যাওয়ার উপক্রম দক্ষিণ ভারতের ওই বাসিন্দার।
তেলেঙ্গানার বাসিন্দা রাজেশ লিঙ্গীয়া বছর দুয়েক ধরে কাজের সূত্রে দুবাইতে রয়েছেন। গত ২৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর প্রায় ৮০ দিন ধরে চলে তার চিকিৎসা। সুস্থ হওয়ার পর, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ৭,৬২,৫৫৫ দিরহাম অর্থাৎ প্রায় দেড় কোটি টাকার বিল ধরিয়ে দেয়। বিল দেখে হতবাক রাজেশ। এরপর গালফ প্রটেকসান সোসাইটির মাধ্যমে তার বিল মুকুব করে দেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদনে অভাবনীয় ভাবে সাড়া দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।