ভারতে কোনো লক্ষণ ছাড়াই করোনার পজেটিভ !
কলকাতা টাইমসঃ
ভারতে করোনার কোনো লক্ষণ ছাড়াই পরীক্ষায় ধরা পড়ছে পজেটিভ ভাইরাস! কেরালায় খোঁজ পাওয়া গেলো এমনই দু’জন মানুষের। কেরালার পাথানামথিট্টা জেলার এইঘটনা আপাতত চিন্তায় ফেলেছে দেশের স্বাস্থমন্ত্রককে। আশঙ্কার কথা, এই দুজন ১৪ দিন কোয়ারেন্টিনে কাটালেও তাদের শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। কিন্তু পরে তাদের করোনা পজিটিভ হয়।
৬০ বছর বয়সী এক ব্যক্তি গত ১৯ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন। কোনো লক্ষণ প্রকাশ না পেলেও ঝুঁকি সম্পন্ন এলাকা থেকে আসায় তার করোনা পরীক্ষা করা হয়। প্রসঙ্গত শারজা থেকে গত ১৯ মার্চ থিরুভানানথাপুরামে ফেরেন তিনি। ১৯ বছর বয়সী আরেক তরুণী গত ১৭ মার্চ থিরুভানানথাপুরামের এরনাকুলামে নিজের বাড়িতে ফেরেন দিল্লি থেকে।তখন থেকেই তিনি কোয়ারেন্টিনে ছিলেন। কোনো লক্ষণ না থাকলেও ৪ এপ্রিল পরীক্ষায় করোনা ধরা পড়ে তার।