November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মাতৃ গর্ভেই করোনা পজিটিভ, বঙ্গে !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ রা
জ্যের দুই সদ্যোজাতের শরীরে করোনা অ্যান্টিবডির রিপোর্ট পজিটিভ পাওয়া গেলো। একজনের মাত্র ৮ দিনের মাথায় এবং অন্যজনের ১১ দিনের মাথায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। বিশ্বের একমাত্র এবং অনন্য নজির হিসেবেই বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে। বিশেষজ্ঞগদের মতে করোনায় আক্রান্ত হওয়ার ৭ দিন পর আক্রান্ত মানুষের শরীরে অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া যায়। ঠিক এই কারণেই মনে করা হচ্ছে, মাতৃগর্ভেই করোনায় আক্রান্ত হয়েছিলো ওই দুই শিশু। প্রসঙ্গত, দুটি শিশুর ক্ষেত্রেই সিজারিয়ানের আগে প্রটোকল মেনে মায়েদের করোনা পরীক্ষা করা হয়নি।
জানা যাচ্ছে, আজ মঙ্গলবার ওই দুই মায়ের অ্যান্টিবডির পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কাল তার রিপোর্ট আসার পর বিষয়টি আরও পরিষ্কার হবে চিকিৎসকদের কাছে। সূত্রের খবর এই দুই শিশুর জন্ম হয়েছে হলদিয়া এবং ভগবানগোলায়। দুজনেই বতর্মানে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। নজিরবিহীন এই বিষয়ের ওপর বিশেষ নজরদারি রেখে চলেছে সাস্থ দফতর। এমনকি এই খবরকে যথেষ্ট সিরিয়াসলি নেওয়ার চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক।             

Related Posts

Leave a Reply