করোনা: আমেরিকার শেষের শুরু
কলকাতা টাইমসঃ
ডোনাল্ড ট্রাম্পের একনায়কতন্ত্র আগামী দিনে কি অপ্রাসঙ্গিক করে দিতে চলেছে আমেরিকাকে? তার স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেমনটাই ইঙ্গিত দিলো গোটা ইউরোপ। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুঝতে একত্রিত হওয়ার চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই আমেরিকা তার নীতিতে অটল।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই স্বেচ্ছাচারী নীতির তীব্র সমালোচনা করে অতিমারীর মোকাবেলায় বিশ্বের সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সরাসরি মার্কিন নীতির সমালোচনা করে বলেছেন, ‘কোনো দেশের একার পক্ষে এই ভাইরাসের মোকাবেলা করা সম্ভব নয়।‘
অন্যদিকে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার রাস্তা খুঁজছে দুনিয়া। এই পরিস্থিতিতেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের ধারণা এমনটা চলতে থাকলে দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে উঠবে আমেরিকা।