করোনা চিকিৎসায় ডেক্সামেথাসনের চমক!
কলকাতা টাইমসঃ
করোনায় প্রাণ বাঁচাচ্ছে বহুল প্রচলিত স্টেরয়েড ডেক্সামেথাসন (Dexamethasone)। তেমনটাই নিদান দিচ্ছেন ব্রিটেনের চিকিৎসকরা। করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তিদের ওপর এই ওষুধ প্রয়োগ করে বেশ কিছু মানুষের জীবন বাঁচাতে তারা সক্ষম হয়েছেন বলে দাবি করছেন। অত্যন্ত কম ডোজের স্টেরয়েড ব্যবহারে তারা যুগান্তকারী সাফল্য পেয়েছেন বলে মনে করছেন।
এই ডেক্সামেথাসন ওষুধটি ভেন্টিলেটর সাপোর্টে এ থাকা রোগীদের মৃত্যুঝুঁকি এক তৃতীয়াংশ কমিয়ে দেয় এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের মৃত্যুঝুঁকি এক-পঞ্চমাংশ কমিয়ে দেয়। ওষুধটি শুধু মাত্র হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা সম্ভব বলে খবর।