‘করোনা জিতবে চিরতরে হারবে পরিচিত পৃথিবী’!

তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশগুলিতে আগের মতোই সমাজব্যবস্থা থাকবে। তবে করোনার আগের সেই পরিচিত বিশ্ব আর থাকবে না। আপনি যদি সেই পরিচিত খাতে ফিরে যেতে চান, তা হলে মনে রাখবেন, আর কোনোদিনই তা সম্ভব নাও হতে পারে।
ওই মার্কিন গবেষক আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া বলতে আপনার যদি ভাবেন, করোনাভাইরাস আসার আগের পৃথিবীতে ফিরে যাবেন, তাহলে আমি মনে করি তেমনটা আর হচ্ছে না, যদি না গোটা জনসংখ্যাকে সুরক্ষিত করতে পারি। তবে আমি মনে করি একটি প্রতিষেধকই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।
প্রসঙ্গত, করোনার সবচেয়ে ঘাতক পর্যায় বা ‘পিক ডেথ উইক’-এ প্রবেশ করেছে আমেরিকা। অর্থাৎ এই সপ্তাহে মার্কিন মুলুকে কোভিড-১৯ সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।