করোনা ভ্যাকসিন: ফাইজারে সাইবার হানা !
কলকাতা টাইমসঃ
ইউরোপিয়ান মেডিসিন রেগুলেটার অথরিটির সার্ভারে হ্যাকার হানা। বিশ্বের প্রথম টিকা দানকারী সংস্থা ফাইজারের সমস্ত তথ্যই রাখা ছিলো এই সার্ভারে। আশংকা করা হচ্ছে, ভ্যাকসিন সংক্রান্ত নানান জরুরি তথ্য চুরি হয়ে থাকতে পারে এই হ্যাকার হানার ফলে। যা নিয়ে রীতিমতো উদ্বেগে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার। প্রসঙ্গত, করোনা ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভাল করে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। টিকাকরণের ছাড়পত্র থেকে ট্রায়াল সমস্তটাই থাকে তাদের তত্বাবধানে।
যদিও ভ্যাকসিন সম্পর্কিত কতটা তথ্য হ্যাকারদের দখলে গিয়েছে এসম্পর্কে সমস্ত তথ্যই খতিয়ে দেখছে তারা।আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থাগুলোকে এই ঘটনার তদন্ত শুরু করতে অনুরোধ জানিয়েছে তারা। আপাতত ইউরোপিয়ান মেডিসিন রেগুলেটারের সার্ভারে ঠিক কী ধরণের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।
দিন তিনেক আগেই ব্রিটেনে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছে ফাইজার। বিশ্বে প্রথম দেশ হিসেবে এখানেই সার্বজনীন টিকা দান প্রক্রিয়া শুরু করে ফাইজার এবং তাদের জার্মান সহযোগী বায়োএনটেক। এই প্রক্রিয়ার ওপর নজর রয়েছে গোটা বিশ্বের।