করোনা ভ্যাকসিন, আদৌ প্রয়োজন নেই সকলের !
কলকাতা টাইমসঃ
করোনা ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে হিউম্যান ট্রায়াল। বিশ্বজুড়ে যতগুলো প্রতিষ্ঠান এই ভ্যাকসিন তৈরী করছে তাদের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে আশাব্যঞ্জক অবস্থায় রয়েছে অক্সফোর্ড বিদ্যালয়ের বিজ্ঞানীরা। সেখানকার এক বাঙালি কন্যার মুখেই শোনা গেলো ভ্যাকসিন নিয়ে এক নতুন তথ্য। অধিকাংশ মানুষেরই নাকি করোনার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন পর্বে না। এমনটাই মনে করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপিকা সুনেত্রা গুপ্ত।
সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী এই বাঙালির দাবি, বয়স্ক বা যাদের আগে থেকেই কোনও বড় রকমের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেই করোনা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রতিষেধক গুরুত্ব পাবে। তার মতে, অধিকাংশ মানুষেরই ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এ ক্ষেত্রে মৃত্যুর হার কম।