আগামী মাসেই ৩০ হাজার মানুষের ওপর প্রয়োগ হবে ‘করোনা ভ্যাকসিন’
কলকাতা টাইমসঃ
করোনার ভ্যাকসিন নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের। আমেরিকার ইনস্টিটিউট অব হেলথ-এর ডিরেক্টর ডা. ফ্রান্সিস কলিন্স জানান, আগামী জুলাই মাসে একাধিক ভ্যাকসিনের থার্ড স্টেজ ক্লিনিক্যাল ট্রায়াল শুরুহতে চলেছে। প্রায় ৩০ হাজার মানুষের ওপর বিভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা এই পরীক্ষা চালাবে বলে জানাচ্ছেন কলিন্স।
তার দাবি, আগামী বছরের শুরুতেই প্রায় ১০ কোটি (ডোজ) ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হবে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডের্না এবং ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনসার গবেষণার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। দুজনেই যথেষ্ট আশাবাদী তাদের গবেষণা নিয়ে।