করোনায় আশার আলো ‘ইনহেলার’ ভ্যাকসিন আগস্টেই
কলকাতা টাইমস :
মাত্র এক মাস ধরে নিন। তারপরেই হাতে আসছে করোনা ভ্যাকসিন। করোনা মুক্তির পথ খুঁজেই ফেলেছে ব্রিটেনের একদল গবেষক। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন আগামী আগস্ট মাসেই পাওয়া যেতে পারে। আর সেটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে। এমনই তথ্য দিলেন অক্সফোর্ডের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল।
হিল জানান, তারা যে ভ্যাকসিন তৈরি করছেন তা করোনা নির্মূলে সক্ষম হবে বলে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী গবেষকরা। যদিও সংক্রমণের হার খুব বেশি কমে গেলে এক্ষেত্রে বিলম্বের সম্ভাবনা রয়েছে। কারণ পর্যাপ্ত রোগী না পেলে ট্রায়ালে ভ্যাকসিনের কার্যকারিতা বোঝা কঠিন হয়ে যায়।
গত এপ্রিলে শিশু ও ৫৫ বছর বয়সোর্ধ্বসহ ১০ হাজার ২৬০ জনের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে।
ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ঘোষণা করেছে, অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি তাদের ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হলেই ২০০ কোটি ডোজ তৈরি করা হবে।