সামনে করোনা: জানান দেবে মোবাইল অ্যাপ !
কলকাতা টাইমসঃ
করোনা সংক্রমিত ব্যক্তির কাছাকাছি এলেই সতর্ক করবে স্মার্টফোন। এমনই অভিনব একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে বাংলাদেশ সরকার। আজি সেদেশের তথ্য-সম্প্রচার এবং যোগাযোগ দফতরের তরফে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বাংলাদেশ সরকার অ্যাপটির নাম দিয়েছে ‘কন্টাক্ট ট্রেসিং অ্যাপ’। স্মার্টফোনের লোকেশন এবং ব্লুটুথ অন করা থাকলেই এটি দুই মিটারের মধ্যে থাকা কোনো করোনা আক্রান্ত মানুষের উপস্থিতি জানান দেবে এই অ্যাপ। কিন্তু এক্ষেত্রে অ্যাপটি তাদের তথ্যই জানাতে পারবে যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা করিয়েছেন। অর্থাৎ সরকারি ডাটাবেসে যাদের তথ্য রয়েছে।
যারা চিকিৎসা করাননি বা অ্যাসিমটোমেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে একটি বড়ো প্রশ্নচিহ্ন হয়ে থাকবে এই অ্যাপ। সুরক্ষার প্রশ্নে এটি একটি বিপুল খামতি বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। কারণ চিকিৎসার পর সেরে ওঠা ব্যক্তিরা নয় অ্যাসিমটোমেটিকরাই বহন করে বেড়াবে করোনার ভাইরাস।