মোবাইল ফোনে বেশ কয়েকদিন সক্রিয় থাকে করোনা ভাইরাস
কলকাতা টাইমসঃ
ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম জানাচ্ছে, আপনার মোবাইল ফোন করোনা ভাইরাসের সংস্পর্শে এলে সেখানে এই ভাইরাস চার দিন পর্যন্ত সক্রিয় থেকে যায়। তাই মোবাইল ফোন ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। সেই সঙ্গে আপনার হাত পরিস্কার করতেও ভুলবেন না।
ফোরামের দাবি, কাঁচে ‘সার্স ভাইরাস’ সক্রিয় থাকতে পারে ৯৬ দিন। করোনা ভাইরাস কিছুটা সার্সের মতই। কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস ১ থেকে ৯ দিন সক্রিয় থাকে। তবে, হাইড্রোজেন পার অক্সাইড, ইথানল বা সোডিয়াম হাইপোক্লোরাইটের মাধ্যমে এক মিনিটের মাধ্যমে এই ভাইরাসকে নিষ্ক্রিয় করা সম্ভব।