করোনা ভাইরাসে আক্রান্ত আইফোন
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসে আক্রান্ত আইফোন। বিশ্বের বৃহত্তম এই ব্র্যান্ডের উৎপাদন ও বিক্রিতে থাবা বসিয়েছে এই মরণ ভাইরাস। সেই কারণে লগ্নিকারীদের সতর্কও করে দিয়েছে অ্যাপল কতৃপক্ষ। অ্যাপল জানিয়েছে, চীনে তাদের আইফোন তৈরির কারখানা সবই হুবেই প্রদেশের বাইরে। তাই কারখানাগুলি ফের চালু করতে পারলেও চাহিদা না থাকায় উৎপাদন অনেকটাই কম।
অ্যাপল আরও জানাচ্ছে, চীনে তাদের ৪২ টি খুচরো বিপণীর বেশিরভাগই বন্ধ। অত্যন্ত কম সময়ের জন্য খোলা থাকছে কিছু দোকান। ফলে তাদের বিক্রিতে এর ব্যাপক প্রভাব পড়ছে। প্রসঙ্গত, আমেরিকা এবং ইউরোপের পরে চীন আইফোনের তৃতীয় বৃহত্তম বাজার। এই বছর ত্রৈমাসিকের লক্ষমাত্রা পূরণ করা সম্ভব নয় বলেও লগ্নিকারীদের জানিয়ে দিয়েছে অ্যাপল।