জলকে ভয় পাচ্ছে করোনা !
কলকাতা টাইমসঃ
জলকে ভয় পাচ্ছে করোনা! সুতরাং জলের সংস্পর্শে এলে আর নিস্তার নেই করোনার।এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাশিয়ার একদল বিজ্ঞানী। তাদের দাবি, গরম জলের সংস্পর্শে একদমই টিকে থাকতে পারে না করোনা ভাইরাস। এমনকি স্বাভাবিক তাপমাত্রার জলে ২৪ ঘন্টার মধ্যেই ৯০ শতাংশ করোনা ধ্বংস হয়ে যায়। আর ৭২ ঘন্টার মধ্যে ৯৯.৯ শতাংশ ভাইরাস গায়েব হয়ে যায়।
সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ‘নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’ করোনা ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদের আরো দাবি, নোনা জলে করোনা বংশবৃদ্ধি ঘটাতে অক্ষম। রুশ বিজ্ঞানীদের মতে, নুন জলের ব্যবহার দ্রুত করোনা তাড়াতে সক্ষম।