September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিউইয়র্কে চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হু হু করে বাড়ছে নিউইয়র্ক শহরের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মার্কিন মুলুকের এই শহর আপাতত নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসক মহলে। কারণ এই শহরে রাতারাতি বদলে গেছে ভাইরাসের চরিত্র। বর্তমানে এই শহরে আক্রান্তের সংখ্যা ২২ জন। ভাইরাস ঠেকাতে কেন্দ্রীয় সাস্থ মন্ত্রকের কাছে আরও বেশি করে টেস্ট কিট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী চেয়ে পাঠিয়েছেন গভর্নর।

আক্রান্ত রোগীদের মধ্যে নিউইয়র্ক শহরের দুজনের অবস্থা গুরুতর। লং আইল্যান্ডের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রাথমিক ভাবে করোনার লক্ষণগুলো তেমন না থাকলেও পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ এসেছে। এটাই আপাতত সবচেয়ে উদ্বেগের বিষয়। ৩ মার্চ নিউইয়র্কে প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়।

Related Posts

Leave a Reply