‘করোনা ভাইরাস’..ই কি পাকিস্তানের শেষের শুরু
কলকাতা টাইমসঃ
করোনা আবহে কোনোরকম নিয়ম কানুনের তোয়াক্কা না করেই কি শেষ হয়ে যাবে পাকিস্তান। এমনই ভয়াবহ ইঙ্গিত মিলতে শুরু করেছে এরই মধ্যে। পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১৭০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২১ জনের। সূত্রের খবর পাকিস্তানের অভিবাবকরা কোয়ারেন্টাইন মানতে নারাজ। ফলে খেলাধুলো এবং হইহুল্লোড়ে মাতছে সেদেশের শিশুরা। ২২ কোটি জনসংখ্যার এই দেশ এখনো দেশের মানুষের স্বাভাবিক চাহিদা মেটাতে অক্ষম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইমরান সরকারের কোনও নির্দেশ মানতে রাজি নয় পাকিস্তানের আলেম সমাজ।সেদেশের মসজিদগুলো করোনা বিষয়ক সতর্কতা মানতে অস্বীকার করেছে। ইমরানের মতে লকডাউন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে, তাই লোকডাউন করতে রাজি নয় তারা। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে নেমেছে নেমেছে সেদেশের সেনাবাহিনী। এরই মধ্যে পাকিস্তানের চিকিৎসক এবং নার্সরা কাজে যোগ দিতে অস্বীকার করেছে।