ভারতের সামনে অনেকটাই দুর্বল করোনা ভাইরাস
কলকাতা টাইমসঃ
গবেষণায় দেখা গেছে ভারতে করোনাভাইরাস জিনগত ভাবে অনেকটাই দুর্বল। এর মারণ ক্ষমতাও যথারীতি কম। যার ফলে এদেশে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এই ভাইরাসকে। এমনটাই আশার কথা শোনাচ্ছেন বিজ্ঞানীরা। দেশের সবচেয়ে বেশি সংক্রামিত রাজ্যগুলো থেকে নমুনা নিয়ে ভাইরাসের ‘স্ট্রেন’ দেখার পর এই চমৎকৃত তথ্যে উপনীত হন বিজ্ঞানীরা।
করোনার জিনের গঠন বিন্যাস করতে গিয়ে তারা দেখেন, ভারতে ভাইরাসটির শক্তি বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই কম। বিজ্ঞানীদের দাবি, এক রোগীর শরীরে যে ‘ভাইরাল স্ট্রেন’ রয়েছে, তা অন্যের থেকে আলাদা। একজনের শরীর থেকে অন্য মানুষের শরীরে সংক্রামিত হওয়ার আগেই জিনের গঠন-বিন্যাস বদলে ফেলছে করোনা ভাইরাস।