প্যারিসের জলে পাওয়া গেলো করোনা ভাইরাসের নমুনা!
কলকাতা টাইমসঃ
প্যারিসের জলে পাওয়া গেলো করোনা ভাইরাসের নমুনা! সম্প্রতি ৪টি আলাদা আলাদা জায়গার জলের নমুনা পরীক্ষা করে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছে প্যারিস ওয়াটার অথোরিটি। মূলত ‘সেইন’ নদীর এই জল প্যারিসের রাস্তা থেকে বাগান সর্বত্র সাপ্লাই করা হয়। এছাড়াও প্যারিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিখ্যাত ফোয়ারাগুলিতেও প্রাণ সৃষ্টি করে এই জল।
পরীক্ষায় কভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়ার পর বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ নেটওয়ার্কটি। তবে প্যারিস ওয়াটার সাপ্লাই অথরিটি জানায় এর জন্য পানীয় জলের কোনো সমস্যা হবে না। কারণ সেগুলি সম্পূর্ণ একটি আলাদা সিস্টেমের মাধ্যমে সাপ্লাই হয়। এই সাপ্লাই সিস্টেমটি কীভাবে করোনামুক্ত করা যায়,তা ক্ষতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।