করোনার নয়া ভ্যাকসিন আসতে চলেছে ‘ক্যাপসুল’ ফর্মে!
কলকাতা টাইমসঃ
করোনার নয়া ভ্যাকসিন আসতে চলেছে ‘ক্যাপসুল’ ফর্মে! ভারতের তত্বাবধানে আমেরিকা এবং ইসরায়েলকে সঙ্গী করে এই টিকা আপাতত বিশ্বজুড়ে বিজ্ঞান চর্চার কেন্দ্রে রয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ভারতীয় কোম্পানি প্রেমাস বায়োটেকের সঙ্গে যৌথ উদ্যোগে ইসরায়েল এবং আমেরিকান কোম্পানি ওরামেড এই ভ্যাকসিন তৈরী করছে। যার পোশাকি নাম ‘ওরাভ্যাক্স’। কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রথম দফার ক্লিনিক্যাল ট্রায়াল।
সূত্রের খবর, আগামী জুন থেকে শুরু হবে এই পরীক্ষা। সম্পূর্ণ সঠিক ফলাফল পেতে গেলে প্রায় বছর খানেক সময় লাগতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভ্যাক্সিনকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের টিকা। এই টিকা সাধারণ মানুষ বাড়িতে বসেই ব্যবহার করতে পারবেন। সাধারণ ভাবে রুম টেম্পারেচারেই এটি সংরক্ষণ করা যাবে। ফলে এই টিকা অনেক বেশি গ্রহণযোগ্য হবে।