করোনার নেক্সট টার্গেট আফ্রিকা
কলকাতা টাইমসঃ
করোনা মহামারীর নতুন কেন্দ্র হয়ে উঠতে চলেছে আফ্রিকা। তেমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।তাদের অনুমান এই অতিমারী সেখানকার অন্তত ৩ লাখ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। গত এক সপ্তাহ ধরে আফ্রিকায় উল্লেখযোগ্য হরে বাড়ছে করোনায় আক্রান্তর সংখ্যা। প্রায় ২০ হাজার মানুষ এখানে করোনায় আক্রান্ত।
জানা যাচ্ছে, প্রয়োজনীয় ভেন্টিলেটরের সংখ্যাও আফ্রিকার বিভিন্ন দেশে যথেষ্টই কম। এখন পর্যন্ত উত্তর আফ্রিকার আলজেরিয়া, মিশর ও মরক্কোতে ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত। শুধু আলজেরিয়াতেই মৃত্যু হয়েছে ৩৪৮ জনের। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় ২০০০ মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৪৮ জনের। অনুমান করা হচ্ছে, পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে উঠতে পারে নাইজেরিয়ায়।